সুখের আশায় বেধেছিলাম ঘর মোঃসুজন মাহামুদ খান

সুখের আশায় বেধেছিলাম ঘর
        গহীন বালুচরে,
ঝড়ো বাতাসে ঘর ভেঙ্গে
      করলো পর। 
সুখের আশা রইয়েগেলো
       নদীর কাছে,
নদী ভালবাসি বলে
ঘর বেধেছিলাম গহীন বালুচরে।
নদী তোমাকে ভালবাসি বলে
   চলে গেলো বর্ষা হয়ে,
নদীর পাড়ে বসে আছি একা
নদী আমাকে পাড় ভেঙ্গে 
         দিলো ছ্যাকা।
তাই তো আজ
আমি বড় একা ,সুখের খুঁজে
নদী ভালবাসি বলে
সেই নদী আমাকে একা করে
           চলে গেলো বহুদুরে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ