ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

শান্তনু রায়,জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেয়ায় ফয়সাল আহমেদ মিনা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ফয়সাল আহমেদ মিনা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এরাকায়র আলমগীর মিনার ছেলে। 

বুধবার (২৩-জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানার (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফাইসাল আহমেদ মিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দিয়ে গত (১৬-জুন) বিকাল ৩টায় নিজ ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে এক যুবলীগ নেতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ