![]() |
বৃক্ষ রোপণ করছেন এমপি নাসির উদ্দিন |
স্টাফ রিপোর্টারঃ প্রত্যেকে তিনটি করে গাছ, লাগান পরিবেশ বাঁচান -এমপি নাসির উদ্দিন । আজ (১০ ই জুন) বৃহস্পতিবার সকালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ২ নং মাগুরা ইউনিয়নের ব্যাংদাহ - যশোর সড়কের মোহাম্মদপুরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন চৌগাছা- ঝিকরগাছা আসনের জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
![]() |
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি নাসির উদ্দিন |
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান,উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যালন্ড) কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্সকর্তা মেহেদী মাসুদ পলাশ,
উপজেলা আ'লীগের সহ সভাপতি রমজান শরীফ বাদশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার সর্দার, পাশাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব সহ সর্বস্তরের নেতাকর্মী।