সভ্যতা ও মানবতা রেজাউল করিম রোমেল

আজ আমাদের সভ্যতা ও মানবতা
তাকিয়ে আছে ইসরায়েল ফিলিস্তিনের দিকে।
তাকিয়ে আছে জাতিসংঘ,মানবাধিকার
এবং বিশ্বমানবতা।
কিভাবে ধ্বংস করা হচ্ছে বাড়ি ঘর সম্পদ,
রক্ত ঝরছে হাজারো মানুষের,
নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী,শিশু-সহ
শত শত মানুষ।
শুধু চেয়ে চেয়ে দেখছে।
ঠিক যেন হার্ডএ্যাটাক ও ব্রেনস্ট্রোকে 
হাসপাতালে পড়ে থাকা অসুস্থ্য রুগীর মত।
আমাদের জন্য মানবতা ও সভ্যতা
নামক শব্দ দুইটি কি থাকা উচিত?

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ