হালিশহরে ফ্ল্যাগশিপ কন্সিউমার ইলেক্ট্রনিক্স আউটলেট “র‌্যাংগস ইমার্ট” উদ্ধোধন

প্রেস বিজ্ঞপ্তিঃ  চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালিশহরের শাহ্‌ আমানত কমপ্লেক্সে র‌্যাংগস উদ্ভোধন করল তাদের ফ্ল্যাগশিপ কন্সিউমার ইলেক্ট্রনিক্স আউটলেট "র‌্যাংগস ইমার্ট"। এটি চট্রগ্রামে র‍্যাংসের ৫ম শোরুম। দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে  আজ ২৬ জুন শোরুমটির শুভ উদ্ভোধন করা হয়।   

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন র‌্যাংগসের এক্সিকিউটিভ ডাইরেক্টর  জনাব কাজী আশিক-উর রহমান, হেড অফ সেলস জনাব সামীর মোহাম্মদ সালেহ, হেড অফ প্রোডাক্ট এন্ড মার্কেটিং জনাব সালমান এ খান এবং উর্দ্ধতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।    

চট্রগ্রামের ক্রেতাসাধারণের সকল প্রকার ইলেক্ট্রনিক্স পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে র‌্যাংগস ইমার্টে থাকছে স্যামস্যাং, হিটাচি, তোশিবা সহ  ১০+ ব্র্যান্ড  এবং ৩০০+ প্রোডাক্টের এক বিশাল সমারোহ। শোরুমের শুভ উদ্ভোধন উপলক্ষে চলছে আকর্ষণীয় সব অফার।  
এই শোরুমটি চট্রগ্রামের ইলেক্ট্রনিক্স মার্কেটে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ