হাসান সাদী,নাগরপুর( টাঙ্গাইল) প্রতিনিধি: "রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি" এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বন্ধু সেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি রক্ত গ্লুপ নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়।
শনিবার, ১২ জুন ২০২১ খ্রি.সকালে সরকারী যদুনাথ স্কুল এন্ড কলেজ এর হল রুমে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্ব ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো.আশিক মিয়ার পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফ্রি. রক্ত গ্লুপ নির্নয় কর্মসৃচী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষনা করেন নাগরপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর(ভিপি হুমায়ুন)।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মো.জাহিদুল ইসলাম জাহিদ।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন-অত্র সংগঠনের উপদেষ্টা অর্ণব খন্দকার, প্রিন্স মন্ডল,মেডিকেল অফিসার ডা.মো.কাওছার খান প্রমুখ।
এছাড়াও বন্ধু সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর সভাপতি মো.সহিদুল ইসলাম,সাধারন সম্পাদক মো.শাহাদত হোসেন,ছাত্র লীগ নেতা মো.শান্ত মিয়া সহ সংগঠনের সকল পর্যায়ের নেত্ববৃন্দ, শুভাকাঙ্ক্ষীগণ উপস্হিতি ছিলেন।