পোরশায় করোনা প্রতিরোধে চলমান বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

মোঃ রকিবুল , পোরশা, (নওগাঁ) প্রতিনিধিঃ 
নওগাঁর পোরশা উপজেলায় করোনা প্রতিরোধে চলমান বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ইতি মধ্যে সেখানে চলছে  ৭ দিনের লকডাউন।

পোরশা উপজেলায় এই সংক্রমন ছড়িয়ে যাওয়া রোধে চাঁপাইনবাবগঞ্জ সংলগ্ন ছাওড় ইউনিয়নের সীমানার অংশে পুলিশ চেক পোস্ট ব্যবস্থা করা হয়েছে। লকডাউন চলাকালে আক্রান্ত এলাকা হতে জনসাধারণ এবং পরিবহন প্রবেশ/গমন বন্ধ রাখা হয়েছে। 

পাশাপাশি আরোও বেশ কয়েকটি নির্দেশনা জারি করছে উপজেলা প্রশাসন। আর সেসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা।

এ দিকে উপজেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা না মানায় গতকাল শুক্রবার ৮ টি মালায় ৮ হাজার টাকা এবং আজ (শনিবার) ১৪টি মামলায় ৪৯০০টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে জানিয়ে এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ