আশরাফ আলী ফারুকী
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও এক কৃষকের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
গত বৃহস্পতিবার রাতে পৌরসভার শিলাসী গ্রামের হারেজ আলীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, বৃহস্পতিবার রাতের যেকোন সময়ে কৃষক হারেজ আলীর গরু ঘরের দরজার তালা ভেঙে ২টি ষাড়, ২টি গাভি এবং ২টি বাচ্চা গরু নিয়ে যায় চোরেরা। ঘুম থেকে উঠার পর চুরির বিষয়টি নজরে আসে। এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
কৃষক হারেজ আলী বলেন, ২টা গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলতো।আমাকে নিঃস্ব করে দিলো চুর।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, বৃহস্পতিবারের চুরির ঘটনা সম্পর্কে আমরা অবগত নয়। তবে পুলিশ তৎপর রয়েছে গরু চুরির ঘটনা প্রতিরোধে।