নগ্ন ভিডিও ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে জিম্মি করে একাধিক বার ধর্ষণ, আটক-১

রহমতউল্লাহ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চারবছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিঠুন চন্দ্র মন্ডল (৩৮) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটককৃত বখাটে মিঠুন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও স্বাক্ষরিত ফাঁকা স্ট্যাম্প সই নিয়ে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিল বখাটে মিঠুন। ১০ জুন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্ট্যাম্প ও ভিডিও ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হন তিনি। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, অভিযুক্ত মিঠুন প্রতিবেশী সম্পর্কে দেবর হন। নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় উভয় পরিবারে নিয়মিত যাতায়াত ছিল তাদের। সম্পর্কের সূত্র ধরে মিঠুন তাকে মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিত। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিঠুন কৌশলে তাকে ধর্ষণ ও এর ভিডিও চিত্র মোবাইলফোনে ধারণ করে।

ওই নারী আরও জানান, প্রায় চার বছর আগে প্রতিবেশী অন্য নারীদের সঙ্গে তিনিও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স নামের একটি বীমা কোম্পানির গ্রাহক হন। বীমার কাগজপত্র তৈরির কথা বলে এ সময় মিঠুন দুইটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন। পরে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্প জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকে।

লোকলজ্জায় বিষয়গুলো স্বামীসহ পরিবারের লোকজনের নিকট গোপন রাখেন তিনি।ভিকটিমের স্বামী জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী অস্বাভাবিক আচরণ করে আসছিল। জানতে চাইলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি এড়িয়ে যেতেন। সম্প্রতি বিষয়গুলো প্রকাশ করলে ফাঁকা স্ট্যাম্প ও ভিডিওগুলো উদ্ধারের পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেগুলো ফেরত নেওয়ার জন্য গেলে তাকে মারধর করে মিঠুন।

ঘটনায় বখাটে মিঠুনের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর অভিযান চালিয়ে বখাটে মিঠুনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ