রাজশাহী ব্যুরোঃ নওগাঁর পোরশা উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সাড়ে দশটার দিকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে মডেল মসজিদ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৃষ্টিনন্দন মসজিদগুলোতে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।
উপজেলা আ'লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম সাহেবের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থবিধি ও সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক-নওগাঁ, এএসপি- নওগাঁ, সভাপতিত্বে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, জেলা ও উপজেলার অন্যান্য অফিসার/কর্মকর্তাগগন, পোরশা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মন্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মাহফুজ আলম, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধুরী, অন্যান্য ইউ,পি চেয়ারম্যানগন, সদরের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার এনামুল হক, পোরশা উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক মজিবুল হক শাহ্ চৌধুরী সহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীগন, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন আ'লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।