নওগাঁর আত্রাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পোস্ট অফিসের কার্যক্রম

 
মোঃ ফিরোজ হোসাইন ,রাজশাহী  ব্যুরো:নওগাঁর আত্রাইয়ে পুরাতন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পোষ্ট অফিসের কার্যক্রম। এ অফিসে সেবার পরিসর বাড়লেও বাড়েনি আধুনিক সুযোগ- সুবিধা। ৮০'র দশকে পাকা ভবন নির্মিত হয়ে বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিনত হলেও ঝুঁকির মধ্যেই চলছে সকল কার্যক্রম। অফিসের সেবা গ্রহিতা, কর্মকর্তা-কর্মচারীদের সারাক্ষন থাকতে হয় জীবন নাশের শংকায়। এহেন দূরাবস্তার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ৩/৪শ গ্রাহক প্রতিনিয়ত সেভিংস, সঞ্চয়পত্র , ডিপোজিট এবং ব্যবসায়ীরা টাকা দেশের বিভিন্ন স্থানে লেনদেন করে থাকেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের সামনের বাউন্ডারি ওয়াল সম্পূর্ণ বিদ্ধস্ত হয়ে পরেছে। অফিসের প্রধান গেট নড়বড়ে ভংগুর দশা। অফিস কক্ষের ভিতরে-বাইরে দেয়ালের প্লাষ্টার খুলে পরছে এবং পলেস্তার খুলে ছাদের রডগুলো বের হয়ে গেছে । ভবনের রং বোঝার কোন উপাই নাই। বৃষ্টির সময় ছাদ বয়ে পানি পরে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায় বলে কর্মরতরা জানান। আবাসিকের অবস্থাও একই। দরজা- জানাল গুলোতে ভাঙ্গন ধরেছে। ভিতরে সেকেলে কাঠের পুরনো ভাঙা আসবাবপত্র রয়েছে। অফিসের বাহিরের চার পাশ ময়লা আর্বজনার স্তুপ জমে দুর্গন্ধ ছড়ায় অবিরত। সব মিলিয়ে ডাস্টবিনে পরিনত হয়েছে পোষ্ট অফিসের চারপাশ। তবুও নজরদারি নেই কর্তৃপক্ষের।

উপজেলার স্টেশন এলাকার বাসিন্দা সেকেন্দার আলী জানান, প্রতিমাসেই টাকা তোলার জন্য আমাকে এ অফিসে আসতে হয়। অফিসের করুন অবস্থা, এছাড়া ভালো যোগাযোগ ব্যবস্থা নাই। অতিদ্রুত অফিস ভবন নির্মাণ করা প্রয়োজন।

পোষ্ট অফিস মাষ্টার আব্দুল মতিন মোল্লা জানান, বর্তমানে সঞ্চয় ব্যাংকিং এর চাপ বেশি। অফিসের ভবন জরাজীর্ণ ও ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রাচীর ভেঙ্গে গ্রীল ও গেট নষ্ট হয়ে যাওয়ায় অরক্ষিত ও নিরাপত্তাহীন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া অফিসের অন্যান্য কাজ স্বাভাবিক ভাবে হচ্ছে।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ