মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে জনগণের কাছে জনপ্রিয় হয়েছে উঠেছে অধিক পুষ্টিগুন সম্পন্ন লতিরাজ কচুর চাষ ৷
আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের কচু চাষী হাজি মোঃ আব্দুল মমিন বলেন আমি এই প্রথম বাণিজ্যিক ভাবে কচুর চাষ শুরু করেছি। তা থেকে আমি অনেক লাভবান হয়েছি। এই সবজির আবাদটা পুরোটাই লাভজনক মনে হচ্ছে। কোন অংশটায় নষ্ট হয় না বা ফেলে দিতে হচ্ছে না। পরিবারের চাহিদাও পূরন করে হাট বাজারে বিক্রি করে আমি অনেক টা লাভবান হচ্ছি। আমি আরো আগামীতে কচু চাষ বৃদ্ধি করবো।
বর্তমান এই কচু দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের একটি লাভজনক ফসল। আমি নিজে উদ্যোগ নিয়ে পরীক্ষামূলক ভাবে কচুর চারা সংগ্রহ করে কিছু কৃষককে উদ্বুদ্ধ করে কচু চাষ শুরু করেছি। বর্তমানে কৃষকরা তাদের কচু তোলা শুরু করেছেন। এতে করে কৃষকরা কচু থেকে ভালো লাভ পাচ্ছেন বলে জানা গেছে।
তিনি আরো বলেন একই জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করলে জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। কচু চাষে অনেক সুবিধা রয়েছে যেমন এই সবজি যে কোন জমিতে চাষ করা সম্ভব, সবজি হিসেবে বাজারে আদরে বিক্রির পাশাপাশি চারা হিসেবেও কচুর কান্ড বিক্রি করা যায় অথ্যাৎ এই কচুর সমস্ত টায় লাভজনক।
