নওগাঁর আত্রাইয়ে আজ শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

 মোঃফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরো: নওগাঁর আত্রাইয়ে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এর উদ্বোধন করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন উপস্থিত ছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ মাস থেকে ১ বছর বয়সের শিশুদের সবুজ রঙয়ের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের শিশুদের লাল রঙয়ের একটি করে ক্যাপসুল আগামী ১৯ জুন পর্যন্ত খাওয়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ