ঐ যে দূরের আকাশে
মেঘ ভেসে যায় বাতাসে
মেঘের কোনো পাঁখা নেই
তবুও উড়ে যায় কই?
মেঘ গুড়গুড় শব্দ শুনি
বৃষ্টি নামবে এখনি,
মেঘ তুই কোথায় থাকিস?
বর্ষাকালে কোত্থেকে আসিস।
ভেঁজা কাঁঠে রাঁন্না ঘরে
মায়ের চোখের জল ঝরাস!
বৃষ্টির জলে মাটি ভেজাস
গরিব দুঃখীর ঘর ভিজাস
বৈশাখীদের ঘর ফুঁটো,
চালে নেই খড়কুঁটো
ফিরে যা তুই মেঘের দেশে
আসবি না আর এই দেশে।।