আজ আমরা নোংরামির শেষ প্রান্তে গেছি,
ক্ষমতা লোভে হয়ে গেছি অন্ধ।
ভুলে গেছি ন্যায় অন্যায়,
ক্ষমতাই আমাদের একমাত্র স্বপ্ন ও আশা।
কতদিন দুর্বলেরা মার খাবে,
খালি হবে মায়ের কোল,
বোন হারাবে ভাই,
বোনের শরীর পোড়া গন্ধে
ভাই চিৎকার করে চোখের অশ্রু ফেলবে।
আমরা কি শুধু নোংরামি করতেই শিখেছি
পরিস্কার করতে শিখিনি ...