ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় তারেক রহমানের পক্ষে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
রবিবার ( ১১ জুলাই) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বেশ কয়েকটি এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা বিল্লাল মোল্যা, পৌর কমিশনার জিয়াউর রহমানসহ আরো অনেকে।
