শরণখোলায় করোনা রোগীদের জন্য কন্ট্রোল রুম চালু

মোঃ মোশাররফ হোসেন মনির 
শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা পরিষদের সু যোগ্য চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত করোনা রোগীদের জন্য কন্ট্রোল রুম চালু করেছেন।

কি কি থাকবে এই সেবার ভিতর:-

১। করোনা রোগি ও তার পরিবারের খাবার প্রয়োজন হলে এই কন্ট্রোল রুমে কল করলেই খাবার পৌঁছে যাবে রোগীর বাড়িতে। 
২। করোনা রোগি বাসায় আইসোলিউসনে থাকা অবস্থায় ডাক্তার প্রয়োজন হলে কন্ট্রোল রুমে কল করলেই ডাক্তার পৌঁছে যাবে রোগীর বাড়িতে
৩। করোনা রোগির ঔষধ প্রয়োজন হলে কন্ট্রোল রুমে কল করলেই ঔষধ পৌঁছে যাবে রোগীর বাড়িতে
৪। করোনা রোগির শ্বাসকষ্ট দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে রোগীর বাড়িতে
৫। করোনা রোগীর অবস্থার অবনতি হলে প্রয়োজনে খুলনা ও ঢাকায় প্রেরণ করা হবে সাধ্যমত সকল খরচ বহন করা হবে
(করোনা রোগীরা যেকোনো প্রয়োজনে কল করতে পারবে।)
উপজেলা চেয়ারম্যান- 01711-398828
রাজ্জাক সি.এ উপজেলা পরিষদ - 01922689498

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ