বজ্রপাতে কৃষকের মৃত্যু,আহত-১


তানভীর আহমেদ,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে গোলাম রসূল(৫৮) নামে একটি লোকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাত তার মৃত্যু হয়। নিহত গোলাম রসুল উপজেলা সহড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রসূল প্রতিদিনের ন্যায় তার গরু নিয়ে গ্রামের ধঞ্চের মাঠে গরু চালানোর জন্য গিয়েছিলেন। গরু চরানোর একপর্যায়ে ভারী বর্ষণ ও বজ্রাঘাত এর ফলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই তার ঘটনাস্থলে মৃত্যু হয়। তোমায় বজ্রাঘাতে আজিজুল ইসলাম(৫৫) নামে আরও একজন কৃষক আহত হন। আজিজুল ইসলাম কেউ উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন বলে জানা যায়।গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ