আশাশুনিতে অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি'র পক্ষে ইটের সোলিং রাস্তার কাজ উদ্বোধন

আহসান  উল্লাহ  বাবলু  আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটিতে  অধ্যক্ষ ডাঃ আ ফ ম রুহুল হক এমপি'র পক্ষে ইটের সোলিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল  অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি'র পক্ষে নৈকাটি শফিকুল মোড়লের বাড়ি থেকে আকফার গাজীর বাড়ি গামি ২শত ৭৫ ফিট ইটের সোলিং রাস্তার উদ্বোধন করেন। উল্লেখ্য,  এমপির বরাদ্দকৃত ৪৫ হাজার টাকার টি আর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল এবং প্রকল্প সভাপতি মোস্তাফিজুর রহমান রাস্তাটি নির্মেনের অতিরিক্ত খরজ বহন করছেন।মঙ্গলবার সকালে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান,  সাজ্জাদ হোসেন,  আজিজুল ইসলাম, মোক্তারুজ্জাম, হোমাইয়ন মোড়ল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ