আমাকে ভাঙ্গতে এসো না রেজাউল করিম রোমেল


তোমার প্রয়োজন হলে তুমি ভাঙ্গো,
কিন্তু আমাকে ভাঙ্গতে এসো না।
কারণ আমি ভাঙ্গতে আসিনি
আমি গড়তে এসেছি।
যদিও সৎ কাজে অনেক বাঁধা আসে,
আর খারাপ কাজে বাঁধা
আসে না বললেই চলে।
তবুও আমি ভাঙ্গতে আসিনি,
আমি গড়তে এসেছি।
সংকল্প কোরে গেলাম,
সংকল্প রেখে গেলাম।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ