রাজশাহী ব্যুরোঃ বগুড়ার আদমদীঘিতে ব্রেন স্ট্রোক করে সাংবাদিক মাহমুদ হোসেন ভোলা (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)। মাহমুদ হোসেন ভোলা আদমদীঘি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। শনিবার বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয় সজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি ওসান্তাহার প্রেস ক্লাবের সভাপতি ও সকল সাংবাদিকবৃদ্ধ৷
