মনিরামপুরে আম্পান ঝড়ে উপড়ে পড়া গাছে আজও চাপা আছে ৫টি দোকান
শৈলকুপা প্রেসক্লাবে পৌর মেয়রের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলা
ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে হামলা করেছে পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ক্যাডার বাহিনী। শনিবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, শৈলকুপার কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল হোসাইন সুমনের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা চলছিলো। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সহ সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এইচএম ইমরান, সদস্য রাজিব মাহমুদ টিপু, জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আল একরামসহ প্রায় ২০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় রাস্তার পাশে চেচামেচি শুনে সাংবাদিকরা মতবিনিময় সভা ছেড়ে সেখানে এগিয়ে যায়। এগিয়ে যেয়ে দেখতে পায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ভুট্টোর উপর দূর্বত্তরা হামলা করেছে। সাংবাদিকরা হামলার ভিডিও বা ছবি তুলেছে এমন সন্দেহে হামলাকারীরা সাংবাদিকদের তাড়া করেন। সাংবাদিকরা দৌড়ে প্রেসক্লাবে ফিরে গেলে হামলাকারীরা সাংবাদিদের মারার উদ্দেশ্যে প্রেসক্লাব কার্যালয়ে চাপাতি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে। এসময় মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকরা হামলাকারীদের বাধা প্রদান করতে গেলে তারা চেয়ার তুলে সাংবাদিকদের এলোপাতাড়ি ছুড়ে মারে। বাধ্য হয়ে সাংবাদিকরা মতবিনিময় সভা তাৎক্ষনাত বন্ধ করে দিয়ে পুলিশকে খবর দেয়। প্রেসক্লাব কার্যালয়ে পুলিশ উপস্থিত হওয়ার পর হামলাকারীরা স্থান ত্যাগ করে বীরদর্পে ঘটনাস্থল ছেড়ে পৌর ভবনে অবস্থান নেয়।
এদিকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ভুট্টো জানান, ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে আমি দলীয় নির্দেশে শনিবার সন্ধ্যায় কবিরপুর ফুল ঘরে পুষ্টস্তবক অর্ডার দিতে যায়। এসময় পৌর মেয়র কাজী আশরাফুল আজমের ক্যাডার সেজান, ইমদাদ, জুয়েল, সোলাইমান, হাফিজ, পল্টন, আজাদ ও টিটুসহ অন্তত ২০/২৫ মিলে আমার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আমার চিৎকার চেচামেচিতে পাশর্^বর্তী প্রেসক্লাব থেকে স্থানীয় সাংবাদিকরা ছুটে আসলে হামলাকারীরা আমাকে ছেড়ে সাংবাদিকদের ধাওয়া করে। এ সুযোগে আমি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হই। তবে ততক্ষনে আমার উপর লাঠিসোটা দিয়ে আঘাত করে ও চড় থাপ্পর মারে হামলাকারীরা।
যুবলীগ নেতা ও সাংবাদিকদের উপর মেয়রের ক্যাডার বাহিনীর হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সচেতন মহল ফুঁসে উঠেছে।
এ ঘটনায় ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। প্রেসক্লাবে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
আজ শনিবার গাজীপুর সিটি করপোরেশনের কালাকৈর এলাকায় ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। সামিট গ্রুপের অর্থায়নে বিদ্যালয় ভবনটি নির্মিত হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, 'বীর মুক্তিযোদ্ধাদের যে তালিকা আমরা প্রকাশ করেছি ওয়েবসাইটে, সেখানে দেখেছি ভুলক্রমে যাঁরা আওতাভুক্ত নন, তাঁদের নাম এসে গেছে। আবার যাঁদের নাম আওতাভুক্ত হওয়ার কথা ছিল, তাঁদের নাম বাদ পড়েছে। সে জন্য আমরা সেটাকে আরও তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছি। এই মাসেরই ৩০ তারিখে সেটা হবে। কারও নামে যদি ভুল থাকে, তিনি যদি আমাদের নজরে আনেন, তাহলে তা আমরা সংশোধন করব। সর্বোপরি এটা পাওয়ার পর আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে সারা জাতির সামনে ৩০ দিনের সময় দেব। পরে খসড়া চূড়ান্ত তালিকার পর ২৬ মার্চ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।'
মন্ত্রী বলেন, তবে কারও বিষয়ে যদি তদন্তাধীন কোনো বিষয় থাকে, তাহলে সেগুলো বাদ থাকবে। পরবর্তীকালে তাঁরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় তাঁদের নাম সংযুক্ত হবে।
গাজীপুর সিটিতে সামিটের অর্থায়নে ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন অনুষ্ঠান অতিথিরা। আজ শনিবার বিকেলে প্রথম আলো
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, 'গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় ছিল। সেটিকে সামিটের অর্থায়নে তিনতলা ভবন করা হয়েছে। আমরা এখন এই প্রাথমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করব। সামিটের মতো অন্যদেরও এলাকাবাসীর উন্নয়নে কাজ করা উচিত।'
অনুষ্ঠানে সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন বলেন, সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে শূন্য দশমিক ৮ একর জমির ওপর নতুন তিনতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। এ বিদ্যালয়ে আগে ৩০৪ বর্গফুটের চারটি শ্রেণিকক্ষ ছিল। এখন ৫৪০ বর্গফুটের ১০টি শ্রেণিকক্ষ করা হয়েছে। বিজ্ঞান ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য নির্ধারিত কক্ষ করা হয়েছে। একটি গ্রন্থাগার করা হয়েছে। অভিভাবকদের জন্য বিশ্রামাগার, শিক্ষকদের দুটি কক্ষ, একটি সভাকক্ষ ছাড়াও পুরো বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহসান আজীম লাভলুর নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
শনিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব উত্তর কাটিয়ায় অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক শ্যামনগর শাখার এম ডি আসাদুজ্জামান গোলদার শিমুল, গাজী আব্দুল গফুর, ছাদিক হাসানুজ্জামান, নূর আলম, এশারুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।সমগ্র অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আনসাদুল ইসলাম।
এসময় সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ. কে. এম আহসান আজীম লাভলুর জন্য দোয়া কামনা করা হয়।
সুন্দরবন প্রেসক্লাবের নব-গঠিত কমিটির প্রথম সভা
পটিয়ার কুসুমপুরা স্কুল এন্ড কলেজের উদ্যোগে হুইপের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাণীশংকৈলে বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক এন্ড দারিদ্র ফান্ডের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত
আশাশুনির শ্রীউলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
লোহাগড়ায় ছাত্রলীগ নেতা উপরে দুর্বৃত্তদের হামলা
মডেল ছনহরা ইউনিয়ন গড়তে নৌকা চান ওসমান আলমদার
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন ২০২০ সালে ৩৫৫ কোটি টাকার অবৈধ পণ্য আটক
রোটারী ক্লাব অব শ্রীপুর " এর উদ্যোগে, অসহায় মানুষকে কম্বল বিতরণ
কয়রায় বিষমুক্ত বেগুন চাষে বাম্পার ফলন পাওয়ায় কৃষকের মুখি হাসি
আওয়ামী লীগের ৭৫ সদস্য সাতক্ষীরা জেলা কমিটি দীর্ঘদিন পর অনুমদন
শৈলকুপায় নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পুলিশ বাহিনী কে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানালেন …এমপি হেলাল
সৌদি আরব ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে,৩১ শে মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট আবার শুরু করবে
সৌদি বাদশাহ কিং সালমান করোনার টিকা নিলেন
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতররণ
শনিবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়ের, বাহাগিলী ঘাট মাধ্যমিক বিদালয় মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতররণ করা হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউএনও মোছাঃ রোকসানা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু হাসনাত সরকার, সহকারী প্রকৌশলী আবু সাঈদ, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, প্রমুখ। এ সময় ইউএনও মোছাঃ রোকসানা বেগম বলেন, ‘এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না যায়, তাই 'মুজিববর্ষে ' সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে এগিয়ে আসা উচিত।’
পারভেজ আকন বিপ্লব আর নেই
কিশোরগঞ্জে প্রাইভেট কার থেকে ফেন্সিডিল উদ্ধার -আটক ৬
লাকসাম অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষ মিশুক চালকসহ যাত্রী গুরুতর আহত
কোটচাঁদপুরে পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে যুবলীগের বর্ধিত সভা
সুলতান এর মৃত্যুতে এমপি প্রতিনিধির শোক প্রকাশ
স্টাফ রিপোর্টারঃ ছুটিপুর গ্রামের সুলতানের মৃত্যুতে এমপি প্রতিনিধি আমিনুর রহমানের শোক প্রকাশ। জানা যায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক নৈশ্য প্রহরী ছুটিপুর গ্রামের সুলতান (৮০) আজ ১০ই জানুয়ারি শনিবার ফজরের আযানের সময় বার্ধক্য জনীত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ -----রাজীউন)।
তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি ও ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন এর এমপি প্রতিনিধি আমিনুর রহমান।
আরও বিবৃতি প্রদান করেছেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, কমিটির বিদ্যুৎসাহী সদস্য প্রভাষক মহসীন আলী, সদস্য কামরুল ইসলাম, বিপ্লব হোসেন , সামছুর রহমান প্রমুখ। মৃত্যু কালে স্ত্রী, ৪ ছেলে, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।