নতুন রেকর্ড গড়লেন সাকিব
ক্রীড়া ডেস্কঃ করোনার মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট ছিল না। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দৃশ্যটা দেখে 'দুধের সাধ ঘোলে মেটাতে' হয়েছে। ব্যাটসম্যানের নিকটতম দুই প্রতিবেশী—সিলি পয়েন্ট ও শর্ট লেগ। তাদের রেখে বল করেছেন দুই দলের স্পিনার। সেই দৃশ্যটা যদি দেখা যায় ওয়ানডেতে, তা-ও সাকিব আল হাসানের সৌজন্যে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে বেশির ভাগ সময় এ দুটি পজিশনে ফিল্ডার রেখে বল করেছেন সাকিব। এই ওয়েস্ট ইন্ডিজ হোক না কেন নিখাদ ক্যারিবীয় ব্যাটিংয়ের খোলস, তবু ১০ মাসের বেশি সময় পর দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বোলারদের এই আক্রমণাত্মক মনোভাব ভালো লাগবেই। আরও পড়ুনঃ বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাকিবেরও নিশ্চয়ই ভালো লেগেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন দেশের হয়ে। ৭.২-২-৮-৪ বোলিং ফিগার বলছে এই উপলক্ষ তিনি ভালোই রাঙিয়েছেন। পোলার্ড-হেটমায়াররা যদি থাকতেন তাহলে হয়তো লড়াই আরও জমত। কিন্তু এই ম্যাড়মেড়ে লড়াইয়েও তো বলটা ঠিক জায়গায় ফেলতে হয়, ফিল্ডার বুঝে বল করতে হয়! বোলিংয়ের এই মৌলিক অনুমিতি মেনেই আজ দারুণ এক রেকর্ড গড়েছেন সাকিব। বলা ভালো, নিজের রেকর্ড তিনি নিজেই ভেঙেছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড আগেও সাকিবেরই ছিল। আজ সে রেকর্ডই আরও সুশ্রী করলেন তিনি
রানীশংকৈলে ভকরগাঁও প্রা: বিদ্যালয়ে কম্বল বিতরণ
যশোরের শার্শার বাগআঁচড়া থেকে নবজাতক শিশু চুরি
চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধুলিয়ানী ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠিত
আজ বুধবার বিকাল ৪ ঘটিকায় ধুলিয়ানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা পৌর কমিটির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়া, সদস্য সুমন হোসেন, জগদীশপুর ইউনিয়নের সভাপতি শ্রীঃ তপন কুমার, সদস্য অমরেশ কুমার, পাশাপোল ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণপুর ইউনিয়নের সভাপতি মেসবাহ উদ্দীন ইটু, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তুষার হোসেন, ধুলিয়ানী ইউনিয়নের নেতা মাষ্টার ফারুক হোসেন, মাষ্টার আব্দুল আলীম, আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অভিভাবকদের নামাজ ও খাবার ঘরের উদ্বোধন
নওগাঁর আত্রাই দীর্ঘ দিনপরে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ল্যাম্ব প্লান শো প্রকল্প-২ উদ্যোগে হাত ধোয়া ডিভাইস বিতরণ
ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ২৩ লাখ টাকা জরিমানা
নিখোঁজ বালকের সন্ধান চাই
নির্বাচন পরবর্তী ভাবমূর্তি ধরে রাখতে সৎ পথে চলতে হবে-উপমন্ত্রী হাবিবুন নাহার
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ফেব্রুয়ারিতে
বড়লেখায় উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্য (লন্ডন) যাওয়া উপলক্ষে সংবর্ধনা প্রদান
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে- প্রদীপ কুমার
যারা আমাদের দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলত, তারাই এখন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলছেন। যা শুধু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায় ও দপ্তর সম্পাদক আল রাজী জুয়েলের সাথে তালোড়া পৌর আওয়ামীলীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল সহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে প্রদীপ কুমার রায় এসব কথা বলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে এসময় আরও উপস্থিত ছিলেন তালোড়া পৌর আওয়ামীলীগ নেতা আবু তাহের রানা, মোঃ সালাম, মমিন, তালোড়া পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর র
হমান শাহীন, শ্রমিকলীগ নেতা শাহিন, সাগর, কৃষকলীগ নেতা সেকেন্দার সনি। এসময় জেলা ছাত্রলীগ নেতা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।