মোঃ রবিউল ইসলাম,প্রতিনিধি- আত্রাই থানাঃ নওগাঁ জেলার আত্রাই থানার হাটকালুপাড়া ইউনিয়নের অর্ন্তগত বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা, মোহাম্মাদ আলীর প্রথম কন্যা মোছাঃ সজিবা খাতুন মমতাজের সঙ্গে নওগাঁ সদর থানার গবিন্দপুর গ্রামের পূর্বপাড়ার মোঃ মোজাফ্ফর ও লাইলী বেগমের পুত্র মোঃ সবুজ আলী তরফদারের সঙ্গে গত ২৭/১১/২০১২ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার শসুর বাড়িতে ঘরজামায় থেকে ঘরসংসার করে আসছিল। সবুজ তার স্ত্রীকে নিয়ে বান্দাইখাড়াতে একটি পিকাপ গাড়ি চালিয়ে জিবিকা নির্বাহ করতো, এতে তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয়। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সুবজের গবিন্দপুর গ্রামের কপিলার ছেলে মোঃ আশাদুল এর সঙ্গে মমতাজের গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠে, জানা যায় আশাদুল এর আগে আরো চারটি বিয়ে করেছে সবুজের বউকেও প্রেমের ফাঁদে ফেলে গোপনে মমতাজকে বিয়ে করে এবং মমতাজ তার স্বামীকে স্বামী তালাক করে। কিন্তু এই খবর তার স্বামী সবুজ জানেনা। পরে তা জানা জানি হলে সবুজকে ও সন্তানদের ফেলে আশাদুলের হাত ধরে পালিয়ে যায় মমতাজ। এতে সবুজ দুটি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এলাকার মানুষ এদের নিয়ে দুঃখ প্রকাশ করছে। এবং প্রেমিক আশাদুলের বিচার দাবি করছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
