ধ্বংসলীলার গল্প শুনেছি
নয়তো সেটা অল্প,
বিশ্বযূদ্ধের--- বীভৎসতা
নেই যে তার বিকল্প !!
সভ্য যুগে যোগ্য লোকের
আছে সমারোহ,
মানবতা------ কেঁদে মরে
দেখি--- অহরহ !!
শ্রেষ্ঠ মানব---হলো দানব
গেলো সব রসাতলে,
বিজয়ের নেশায় 'বিসর্জন'
দেখি হায়রে ভূতলে !!
বিশ্ব মোড়ল---কেনো গরল
কেমনে করি নিবারণ,
রক্ত-খেলা-------- বন্ধ কর
কেনো মৃত্যু অকারণ !!
বিবেক-শুন্য হয়োনা আর
থেকোনা এমন--অন্ধ,
দ্বন্দ্ব-সংঘাত----বন্ধ করো
চাইনে আর বিশ্বযূদ্ধ !!
--------------০০০০----------
কলমেঃ
ডি এম ইব্রাহীম হোসেন
কাস্তা, সাগরদাড়ী, কেশবপুর,
যশোর, বাংলাদেশ ।
