আড়াই মাস আত্মগোপনে থাকার পর চট্টগ্রাম থেকে গৃহবধূকে উদ্ধার

আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দৌলতপুর থেকে নিখোঁজের ২ মাস ১৮ দিনের মাথায় বিভিন্ন নাটকীয়তার পর চট্টগ্রাম থেকে গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।সোমবার ভোরে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন জামাই বাজার এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, গত ২৯ জুলাই দৌলতপুর গ্রামের মোঃ নাসির খানের স্ত্রী রেশমা আক্তার (২৬) কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার দশ দিন পর তার স্বামী বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তারপর থেকে উল্টো আত্মগোপনে যাওয়া রেশমা আক্তারের বাবার বাড়ির লোকজন তার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে লাশ গুমের মামলা নেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে। গত ২৪ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল এলাকা থেকে একটি অজ্ঞাত মহিলার লাশ পাওয়া যায়। তারপর থেকেই শুরু হয় বিভিন্ন নাটকীয়তা। অজ্ঞাত সেই মহিলার লাশটি রেশমা আক্তারের মরদেহ এই মর্মে তার বাবার বাড়ির লোকজন দাবি করে এবং দাফন করার জন্য তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে মরদেহকে কেন্দ্র করে হত্যা মামলা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। পাশাপাশি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে। তবে পুলিশ তার নিজ সিদ্ধান্তে অটল থাকে। পরবর্তীতে বিভিন্ন সোর্সের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন জামাই বাজার এলাকায় রেশমা আক্তারের অবস্থান নিশ্চিত করা হয়। সোমবার ভোরে তাকে সেখান থেকে উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের লোকজনকে ডাকা হয়েছে এ বিষয়ে যাচাই-বাছাই করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ