আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বোধখানা গ্রামে রমজান মাসেও থেমে নেই দুর্বৃত্তেদের অনৈতিক কর্মকান্ড। রাতের আধারে কয়েকটি পরিবারকে সর্বশান্ত করতে এলাকার মধ্যে একাধিক স্থানে বিষ প্রয়োগ করতে দেখা গেছে। এটা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করতে দেখা গেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, শুক্রবার রাত হতে শনিবার ভোর বেলার মধ্যে অঙ্গাতনামা দুষ্কৃতকারীরা রাতের আধারে বোধখানা গ্রামের বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলে, খালেক মোল্লার ছেলে মিজানুর রহমান (৩৮) এর বাড়ির টিউবওয়েলে, আবদার হোসেনের ছেলে ইমামুল হোসেন (৫০) এর চায়ের দোকানে চায়ের কেটলিতে, আঃ মালেকের ছেলে মনির হোসেন (৪০) এর হোটেলের পানির ড্রামে, গোলাম মোস্তফার ছেলে আরিফুলে ইসলাম (৩৫) এর মুদি দোকানের সামনে টিউবওয়েলে বিষ মিশিয়েছে। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাৎক্ষনিক গ্রাামের লোকজন মসজিদের মাইকে প্রচার করায় কেউকে আহত হওয়ার সংবাদ পাওয়া যায় নাই।বোধখানা গ্রামের কৃর্তি সন্তান সাইফুর রহমান সাইফ বলেন, আমার গ্রামের মধ্যে রাতের আধারে অঙ্গাতনামা দুষ্কৃতকারীরা যে কর্মকান্ড পরিচালনা করেছেন। আমি আশাকরি এই ঘটনার বিষয়ে আমাদের প্রশাসন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। আরও পড়ুনঃ দিনাজপুরের খবর
ঘটনার বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার মিতু বলেন, আমার কি করার আছে বলুন। যাদের টিউবওয়েলে এমন হয়েছে তারা গিয়ে থানায় জিডি করলে ভালো হয়। ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যান। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী জানান, নেককার জনক ঘটনার বিষয় আমরা জানতে পেরে তাৎক্ষনিক আমাদের অফিসারকে পাঠোনো হয়েছিলো। আমাদের পক্ষ হতে উদ্ধতন কর্মকর্তাদের অভিহত করে অঙ্গাতনামা দুষ্কৃতকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।