বাবার আদর্শকে ধারন করে নিজেকে জনসেবায় নিয়োজিত করতে চাই "শিল্পী


আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনাঃ চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 'পদ্মফুল' প্রতীক নিয়ে মাঠে লড়ছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান 'সালমা আক্তার শিল্পী '। তিনি বলেন আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী তালুকদার  মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বাবা আমৃত্যু এই উপজেলা বাসীর সেবা করে গেছেন,আমি বাবার আদর্শকে ধারণ করে নিজেকে জনসেবায় উৎসর্গ করতে চাই। 

নিজেকে জনকল্যাণে নিয়োজিত করতে চাই,গরীব-দুঃখী,অসহায় ও ছিন্নমুল মানুষের পাশে থেকে সেবা করতে চাই। তিনি আরো জানান, ইতিমধ্যে আমি উপজেলা বাসীর ব্যাপক সারা পেয়েছি,আমাকে বিজয়ী করতে কর্মী, সমর্থক,শুভাকাঙ্ক্ষী, ও সাধারণ জনগন কঠোর পরিশ্রম করে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি আশাবাদী সকলের দোয়া ও সহযোগীতায় ভোটের মাধ্যমে আগামী ২৯ মে বিপুল ভোটে বিজয়ী হব, ইনশাআল্লাহ । উল্লেখ্যঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  ৩য় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনের আগামী ২৯ মে ভোট গ্রহন।এতে মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন,মোঠ ১৬জন প্রার্থী অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ