ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সেলিম রেজার পক্ষে প্রচারণায় অংশ নিলেন সাবেক এমপি নাসির উদ্দিন


নিউজ ডেস্কঃ আজ (৫ ই মে) আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সৎ, যোগ্য ও তরুণ সমাজ সেবক মোঃ সেলিম রেজাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ২ নং শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা ও প্রচার মিছিলে অংশ গ্রহণ করেন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। 

এসময় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, আওয়ামীলীগ নেতা মোর্তজা রেজা মনি সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত নির্বাচনে সেলিম রেজার পক্ষে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন কে প্রচারণায় পেয়ে সাধারণ ভোটার ও স্থানীয় নেতৃবৃন্দ ব্যাপক আন্দোলিত হয়ে উঠেন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ