শাহ আলম জাহাঙ্গীর কুমিল্লা ব্যুরো চিফঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে আজ সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যার পর বাজারের চৌরাস্তা থেকে হাইওয়ে (প্রাক্তন নজরুল তোরণ) পর্যন্ত দুপাশে এক শ্রেণির খুচরা ফল ব্যবসায়ীরা উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের সাধারণ পথচারীদের ফুটপাত দখলে থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। নবাগত মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে অভিযানে সহায়তা করে মুরাদনগর থানা পুলিশ। কোম্পানিগঞ্জ বাজারের নবীনগর রোড, মুরাদনগর রোড ও জনতা ব্যাংক রোড ও বাজার রোডে ফুটপাত দখল করে অসাধু খুচরা ব্যবসায়ীরা চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করে এবং সর্বদা যানজট লেগেই থাকে। ফুটপাত দখলমুক্তের ব্যাপারে উপজেলা প্রশাসন দ্রুত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সাধারণ পথচারী ও উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে। এ অভিযানকে বাজারের ব্যবসায়ীরা প্রশাসনকে স্বাগত জানায়।