মুরাদনগরে রামচন্দ্রপুর বাজারে অবৈধ  দোকান উচ্ছেদ 

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা ব্যুরো চিফ: কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান  সোমবার ২ ডিসেম্বর উপজেলাধীন রামচন্দ্রপুর বাজারস্থ বাখরাবাদ মৌজায় বি.এস ৩০৬৫ নং দাগের গলী শ্রেণীর ০.০০৯০ একর ভূমিতে ০১) শামছুল হক ০২) মো: রাসেল গং কর্তৃক অবৈধভাবে নির্মিত ০২ টি দোকান আছে উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ভূমির আনুমানিক মূল্য ২০ (বিশ) লক্ষ টাকা।  উচ্ছেদ করে গলি শ্রেণির  ভূমি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এরুপ কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে জানানো হয়। আরও পড়ুনঃ সংবর্ধনা

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের নেতৃত্বে গতকাল ১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় মুরাদনগর এর জাহাপুর ইউনিয়ন এর বাখরাবাদ(পুনিয়াটন) নামক স্থানে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী  ১) মো: হাবিব এবং ২) মো: সুজন নামের ২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক মোট ২( দুই লক্ষ) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়  এবং ৩ টি ট্র‍্যাক্টর অপসারণ করা হয়।উচ্ছেদ ও ভ্রাম্যমান অভিযানে সহায়তা করে সংশ্লিষ্ট বাঙ্গরা বাজার থানা ও মুরাদনগর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ