News

নওগাঁতে আবারও সড়ক দুর্ঘটনায় ঝরল তিনটি তাজা প্রান 


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো

নওগাঁতে আবারও সড়ক দুর্ঘটনায় ঝরল তিনটি তাজা প্রান 

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় খড় বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ড্রাইভার ও হেল্পার এবং সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একজন পথচারী পিকাপের ধাক্কায় নিহত হোন।

নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে পল্লী বিদ্যুতের সামনে নিহত ওই ব্যাক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, 'রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার সময় ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলাপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ