নিজস্ব প্রতিবেদকঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম, প্রিয় আত্রাই উপজেলাবাসী,আসসালামু আলাইকুম/ আদাব,আপনারা সবাই অবগত আছেন যে, বিগত কয়েক বছর যাবৎ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. রোখসানা হ্যাপি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্রাইয়ের স্বাস্থ্যসেবাকে ধ্বংসের দাঁড়প্রান্তে নিয়ে গিয়েছিলো। আমি, আমার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতায় তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করি। মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের প্রচেষ্টাকে কবুল করেছেন, ডা. রোখসানা হ্যাপী আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলী হয়েছে।
কিন্তু আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার, নার্স, ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের থেকে চাঁদা দাবি করছে, যা স্পষ্টত অনৈতিক, বেআইনি এবং মানবতাবিরোধী।আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এই স্বাস্থ্য কমপ্লেক্স আত্রায়ের সম্পদ, স্বাস্থ্যকর্মীরা আমাদের জনগণের সেবক। তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন করে তাদের মনোবল ভেঙে দেওয়া বা তাদের কাছ থেকে অবৈধ অর্থ দাবি করা জনগণ মেনে নেবেনা। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
আমি জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি—আমি ও আমার দল সর্বদা এই সকল মজলুমদের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ থাকবো।যারা অন্যায় ও চাঁদাবাজির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবো।
আমি দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা করছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে সকল অন্যায়কে রুখে দেবে এবং আত্রাই-রাণীনগর থেকে সকল প্রকার দুর্নীতিমুক্ত করে সুখী সমৃদ্ধ আত্রাই-রাণীনগর গড়ে তুলবো ইনশাআল্লাহ।পরিশেষে, আমি সবাইকে আহ্বান জানাই—আপনারা সত্যের পক্ষে থাকুন, দুর্নীতির বিরুদ্ধে থাকুন, এবং স্বাস্থ্যসেবাকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হোন। আল্লাহ আমাদের সহায় হোন।
— মো. খবিরুল ইসলাম
চেয়ারম্যান (৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী
নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর)