বজ্রপাতে শ্রমিকের মৃত্যুম৷৷


কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ কেশবপুরে বজ্রপাতে এক ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সাগরদত্তকাটি গ্রামের একটি মৎস্য খামারে এঘটনা ঘটে। প্রতিদিনেরন্যায় বুধবারপাশ্ববর্তীসাগরদত্তকাটি গ্রামের আমতলা বিলের মৎস্য ঘেরে কাজ করছিলেন উপজেলার বেলোকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে শামিম হোসেন (২৫)। সকালের বৃষ্টির মুহূর্তে হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হলে তার শরীর ঝলসে গিয়ে মারাত্নক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনিপিতা, মাতা, স্ত্রী ও ৩ বছরের একটি ছেলে সন্তান রেখে গেছেন। কেশবপুর থানা পুলিশ এঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ