কেশবপুর সংবাদদাতাঃ যশোরের কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শহরের ত্রিমোহিনী মোেড় চত্বরে উপজেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। যে কারণে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান বক্তারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)