কেশবপুর (যশোর) সংবাদদাতা :-8 জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূইয়া বুধবার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাসসের বিশিষ্ট সাংবাদিক আইয়ুব ভূইয়া বলেন দেশ ১৫ টি বছর ক্রান্তিকাল অতিক্রম করেছে দেশের এ অবস্হার পরিবতনে সাংবাদিক আইনজিবী পুলিস ভুমিকা রাখলে অধেক দূরনিতি মুক্ত হওয়া সম্ভব।
কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য বাসসের সাবেক সাধারণ সম্পাদক ইকোনমিক ফোরামের দু-দুবারের বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক কেশবপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল ইসলাম রাশেদ, বাসসের সাংবাদিক ও কলামিস্ট ফোরামের আহবায়ক মীর আব্দুল আলিম, নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, কেশবপুর প্রেস ক্লাবের সহসভাপতি মোল্যা আব্দুস সাত্তার, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, রুহুল কুদ্দুস, মতিয়ার রহমান, মাছুম বিল্লাহ, নূরুল ইসলাম খান রমেশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভার শুরুতে বরেন্য অতিথিদের ফুললে ও ক্রেষ্ট দিয়ে বরন করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সহ সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, মাছুম বিল্লাহ, মতিয়ার রহমান, রমেশ দত্ত।