মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের হামলা, তৌহিদী জনতার ১০ জন গুরুতর আহত


আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল চলাকালে তার ভক্তদের আকস্মিক হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।আজ সকাল ১০টার দিকে তৌহিদী জনতা বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদানকালে আবুল সরকারের ভক্তরা অতর্কিতভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।পাল্টা ধাওয়া শুরু হলে কয়েকজন ভক্ত আত্মরক্ষায় পাশের একটি পুকুরে ঝাঁপ দেন, এতে আরও ৪ জন আহত হন। জানা যায়, আবুল সরকারের মুক্তির দাবিতে তার ভক্ত এবং কয়েকজন শিল্পী বিজয় মেলা মাঠে অবস্থান করছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা খালা পাগলী মেলায় গান পরিবেশনের সময় বাউল শিল্পী আবুল সরকার allegedly মহান আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এই ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমাম তার বিরুদ্ধে মামলা দায়ের করলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে মামলাটি তদন্তাধীন, এবং তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি করে আসছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ