তরিকুল ইসলাম-এর ৭ম মৃত্যুবার্ষিকী উদযাপন


নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপির মাননীয় মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. অনিন্দ্য ইসলাম অমিত। উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি মো. সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তি। স্মরণ সভায় যশোর জেলা বিএনপির বহু গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও শার্শা, ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্মরণ সভায় অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ