যশোর-৬ কেশবপুর সাঁগরদাড়ী জামায়াতের প্রার্থীর গনসংযোগ



কেশবপুর(যশোর) সংবাদদাতা:  যশোর - ৬ কেশবপুর জামায়াত মরোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বুধবার (৫নভেম্বর) সকাল থেকে উপজেলার বাঁশবাড়ীয়া, কোমলপুর, চিংড়া, ধর্মপুর, এলাকায় গনসংযোগ করেন। এসময় তিনি বাঁসবাড়ীয়া, ধর্মপুর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, এরপর সন্ধ্যায় চিংড়া বাজারে শ্রমিক সমাবেশে বক্তব্যে বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ভোটের সময় শ্রমিকদের অনেক আশার বানী শোনালেও ভোটের পর আরকোন খোজ থাকেনা। জামায়াত যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। শ্রমিকরাই হচ্ছে দেশের একমাত্র চালিকাশক্তি । অধ্যাপক মোক্তার আলী বলেন, "এবার স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার সুযোগ হবে না। আমার  অনেকেই ভোট চাইতে  আসবে কিন্তু তার আগে বিবেক দিয়ে ভাবুন  কোন লোককে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজিবন্ধ বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখল বাজি থাকবে না, সাধারণ মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা পাবে"। অহিদজ্জামানের সভপতিত্বে আরও বক্তব্য রােখন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুস সামাদ,প্রভষক তাজামুল ইসলাম, আয়াতুল্লা খোমেনি, হাফিজুর রহমান,আবুল কালাম।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ