বসুন্দিয়া মোড়ে পাল স্টোর ধ্বসে পড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি


মো: মুরাদ হোসেন , বসুন্দিয়া( যশোর ) প্রতিনিধি :যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের সর্ববৃহৎ দ্বিতল ভবন বিশিষ্ট মুদি দোকান 'পাল স্টোর' শনিবার দুপুর ১টার সময় পাশের নির্মাণাধীন ভবনের প্রায় ১৫ ফুট  খুঁড়ে রাখা গভীরতায় উত্তর পাশের দেওয়াল ধ্বসে এই দুর্ঘটনা ঘটে। একই সাথে দোকানের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল এবং দুই তলার ছাদসহ দোকান ভবনটি একেবারেই ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় ভবন ও গুরুত্বপূর্ণ মালামাল সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পাল স্টোরের প্রোপ্রাইটর পরেশ পাল। এই ঘটনায় পাল স্টোরের পক্ষ থেকে 999 নম্বরে জরুরী সেবার জন্য কল করলে দুপুর আড়াইটার সময় যশোর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছায় এবং কাজ শুরু করে। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মানিকুজ্জামান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জানান ক্ষতিগ্রস্ত দোকানের সাথেই এভাবে ১৫  ফিট গভীর করে খুড়ে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণে বসুন্দিয়ার জয়ান্তা গ্রামের মনসুর মোল্লার ছেলে সাঈদ মোল্লা নিয়ম না মেনে বা পাশের দোকানের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা না করে গভীরভাবে মাটি খোঁড়া ঠিক হয়নি। 

বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস সহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে দীর্ঘ সময় অবস্থান করে মালামাল উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেন। সহযোগিতা করেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এই ঘটনায় বসুন্দিয়া মোড় বাজারের সকল ব্যবসায়ীরা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। পাল স্টোর এর পক্ষ থেকে বলা হয় ৭৫ ফুট দৈর্ঘ্য এবং ১৬ ফুট প্রস্থ দ্বিতল ভবনের এই দোকানটিতে প্রায় দুই কোটি টাকার মালামাল রয়েছে। তার মধ্যে মালামালের বড় একটি অংশ আজ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মালামাল উদ্ধারের কাজ করতে প্রায় সারা রাত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ