কেশবপুর (যশোর) সংবাদদাতাঃ কেশবপুরে উলামা মাশায়েখ পরিসদের উদ্যোগে বাংলাদেশ ইসলামী শরীয়া বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আবু শারাফ সাদেক অডিটোরিযামে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আলফাজুর রহমানের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা খতিব ও উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সংসদীয় আসনের দাঁড়ী পাল্লার প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, ইসলামী আন্দোলনের কেশবপুরের মনোনয়ন প্রত্যাশী মাওলানা গাজী শহিদুল ইসলাম,যশোর জেলা জমায়াতেন কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, ইসলামী সংগীত শিল্পী মাওলানা আবু জাফর প্রমূখ।
প্রধান অতিথি সংগঠনের যশোর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আজিজ বলেন, আলেম সমাজকে আজ ঐক্যবদ্ধ হবার সময় এসছে।সকলেই একতাবদ্ব হলে কতিপয় বিপথগামী যে সকল আলেম ভুলপথে হাঠছেন তারাও তাদেও ভুল শুধরিয়ে নেবেন বলে আশাবাদী।আলেম সমাজ ও জাতীর দর্পণ, দর্পণে যেমন প্রতিছবি দেখাযায় তেমনি জাতি বা সমাজ তেমনি আলেম সমাজের মাধ্যমে জনগনের সকর কল্যানের পথের সন্ধান পায়।অধ্যাপক মোক্তার আলী বলেন, মহান আল্লাহ এবং রসুল (সঃ) এর আদেশ নিষেধ গুলো যারা আমল করতে পারবেন তারাই আলেম হিসেবে সমাজ ও রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। আর সেই দায়িত্ব আলেমদের নিতে হবে।দেশে ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে আলেমদের সকল ভুলের উর্দ্ধে থেকে দায়িত্ব শীলের ভুমিকা পালন করতে হবে।ইসলামী আন্দোলনের নেতা কেশবপুর থেকে সংসদ সদস্য পদপ্রর্থী মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন,আলেমদেও
কাঁদা ছোঁড়া ছুড়ি বন্ধ করতে হবে। আলেমরা ঐক্যবদ্ব থাকলে কোন বাতিল শক্তি এদেশে মাথা তুলে দাঁড়াতে পারবেনা ।