মোহনগঞ্জে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার


মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নাশকতার মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ আওয়ামীলীগ নেতা মো.রাসেল চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার আদর্শনগর বাজারে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরীকে গত রাতে গ্রেপ্তার করা হয়, আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ