মানিকগঞ্জে বিএনপি কৃষক দলের সভাপতি পদপ্রার্থীর কাছ থেকে ১৯ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ


মানিকগঞ্জ স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৬ নম্বর (গিলন্ড) ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও নবগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আব্দুর রশিদ ওরফে বদু মেম্বারের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বদু মেম্বারের বাড়ি থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া নকল দেশি সিগারেট উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বদু মেম্বার অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন,“অবৈধভাবে আমদানি ও বিক্রি করা এসব সিগারেট দেশের রাজস্ব ক্ষতি করছে। জব্দকৃত মালামাল কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ