মাটির সুধা নাও গো মেখে
দামাল ছেলের দল,
মায়ের আদেশ মাথায় করে
থাকবি অবিচল।।
বিজয় নিশান থাকবে উঁচু
পড়বে নাতো হেলে,
ভয় পাবিনা কভু তোরা
দুঃখ বিপদ এলে।
শক্র চিনে করবি আঘাত
দৃঢ় মনোবল,
মায়ের আদেশ মাথায় করে
থাকবি অবিচল।।
বিজয় কেতন রক্ষা করার
শপথ তোদের বুকে,
দেশের উপর আঘাত এলে
দাঁড়া তোরা রুখে।
মা মাটি দেশ মুক্ত রাখার
অটুট বুকের বল,
মায়ের আদেশ মাথায় করে
থাকবি অবিচল।।