রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারায় হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ডিএম সোহেল রানার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরিয়মের পিতা মাহাবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, ২৬ নভেম্বর মেয়েটি ক্লাসে আগে ঢোকার চেষ্টা করলে নৈশ প্রহরী তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন, ফলে সে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এলাকাবাসী জানায়, এর আগেও তিনি শিশুদের ওপর নির্যাতন করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি শোনার কথা স্বীকার করেন। তবে নৈশ প্রহরী সোহেল রানা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু ধাক্কা দিয়ে বাইরে বের করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর ইসলাম জানান, অভিযোগের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)