রাজশাহী ব্যুরোঃ বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। খেজুরের রসের পরিবর্তে চিনি, রং, চুন ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করার অপরাধে ৫টি কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন জানান, এসব কারখানায় খাঁটি রসের কোনো ব্যবহার পাওয়া যায়নি; বরং ক্ষতিকর কেমিকেল মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। সচেতনতা বাড়াতে ও ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এসব ভেজাল কারখানার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল। ভেজাল প্রতিরোধে র্যাবের অভিযান চলমান থাকবে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান জানান, এ ধরনের ভেজাল গুড় কিডনি, লিভার ক্ষতি ছাড়াও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।