আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগষ্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবার কলেজ গেটে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শুরুর আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ, নাগরপুর উপজেলা শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল। সমাবেশে  বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম,খতিব, নাগরপুর বাজার জামে মসজিদ,মাওলানা ইলিয়াস হোসাইন, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর।মাওলানা রফিকুল ইসলাম আমিনী, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুর, বাবুল হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখা।

বক্তারা তাঁদের বক্তব্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হযরত মাওলানা আলী আকবর,মুফতি শহিদুল ইসলাম, মুফতী আব্দুল হাদীসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণির নাগরিকগণ, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ


ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।বিজিবি ১৪ (পত্নীতলা) ব্যাটেলিয়ান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকয় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে। তাদেরকে সন্দেহভাজন মনে হয় আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়।আটককৃতদের বিষয়ে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি নাগরিক।

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত

চটগ্রাম প্রতিনিধিঃ পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী গাদিরে খুম নামক স্থানে আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশম হিজরীর ১৮ ই জিলহজ্ব সকল সাহাবায়ে কেরামের ঐতিহাসিক মহাসমাবেশে মাওলায়ে আলা মাওলা আলী  আলাইহিস সালামকে সর্বোচ্চ খলিফাতুর রাসুল ও সমগ্র উম্মতের মধ্যে সর্বোচ্চ মাওলা ঘোষনা করেন।কেয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাত ও সমগ্র মানবমন্ডলীর জন্য প্রকৃত ইসলাম লাভের ঠিকানা হিসাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লামের এই ঈমানী ঘোষনার শোকরিয়া দিবস উদযাপন করে বিশ্ব সুন্নী আন্দোলন।এই উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয় প্রাঙ্গণে আজ এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।

 

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও গবেষক, ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।মুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমের ঈমানী ঘোষণা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। তিনি বলেন, গাদিরে খুমে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে প্রাণাধিক প্রিয়নবী মাওলায়ে আলা তথা আহলে বায়েতকে ঈমান ও দ্বীনের মূল কেন্দ্র এবং সমগ্র উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত ইসলামের সর্বোচ্চ অনুসরণীয় আদর্শ মাপকাঠি ঘোষণা দান করেছেন।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া ঈমানী ঘোষণা ই ইসলামের চিরন্তন ধারা যার বাইরে ইসলামের ছদ্মনামধারী সব ই বাতিল ধারা।আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর ঘোষণা ইসলামের আসল ধারা রক্ষা ও কিয়ামত পর্যন্ত সবার ঈমান রক্ষার ঘোষণা।বাতিল শিয়াবাদি চক্রান্ত ও মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াত এবং সব বাতিলের মুলুকিয়ত থেকে ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা রক্ষায় তিনি সবাইকে নুরে রেসালাত প্রাণপ্রিয় আহলে বায়েত কেন্দ্রীক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূণরুজ্জীবনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও    খেলাফতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিশতী, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা জাকির আহসান, আল্লামা আহমদ শাহ মোরশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা রেজাউল কাওসার, আল্লামা খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নয়ীম উদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী।

ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে : মোমিন মেহেদী

ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে : মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে ফারাক্কা ইস্যু এড়িয়ে গেছেন, এবার ফারাক্কা সমস্যা সমাধানের দাবিতে ফারাক্কা অভিমুখে আবারো লংমার্চ হবে। সেই লংমার্চ থেকে ভারতের 'র'-এর এজেন্টদের তালিকা প্রকাশ ও বিচারের দাবি জানানো হবে। আমরা এই লংমার্চে মওলানা ভাসানীর সেই লংমাচের মত সাধারণ মানুষের অংশগ্রহণ দেখতে পাবো ইনশাল্লাহ। ২৮ এপ্রিল সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত 'ফারাক্কা এবং সীমান্ত সমস্যা সমাধানে করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি সাম্প্রতিক সময়ের পাশাপাশি স্বাধীনতার পর থেকে সীমান্ত হত্যা, মাদক চোরাচালান এবং পানি হিস্যা সমস্যায় কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে; অথচ কোনো সরকারই সঠিক পদক্ষেপ নেয়নি; এমনকি চলমান সরকারও নেয়নি; যা কেবল ক্ষমতায় থাকবার প্রত্যয়কেই প্রমাণ করে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাজ্জাক সিকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নবারুণ দাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ। এসময় মোমিন মেহেদী  দেশ বাঁচানোর জন্য নিবেদিত থেকে নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

কাশ্মির সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ২৩ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান   আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কাশ্মীরে সাধারণ মানুষের উপর এহেন হিংস্র পাশবিক ঘৃন্য সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিরীহ নির্দোষ পর্যটক খুন করা ধর্ম বা শুভ রাজনীতি হতে পারেনা বরং অধর্ম ও স্বৈরদস্যুতার ঘৃন্য রাজনীতি। সব রাজনীতির লক্ষ্য হতে হবে সব মানুষের জীবনের সুরক্ষা ও  কল্যাণ সাধন। হত্যার রাজনীতি বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবনের নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার ভিত্তিক মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দুনিয়ার সব মানবিক মানুষের প্রতি আকুল আবেদন জানান।

গাজায় গণহত্যার প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

গাজায় গণহত্যার প্রতিবাদে আত্রাইয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করেছে নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল  সরকারি কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল  সরকারি কলেজ মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে অবস্থান তারা।

অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল হোসেন বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা'র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু আত্রাই বিশ্ববিদ্যালয় বা নওগঁায় নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ বলেন, আরব দেশগুলো পশ্চিমাদের দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।

তিনি আরো বলেন, ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্য। অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সাইম, শুভ ও কলেজ ছাত্রদল নেতা সজিব, জিহাদ, রিফাত, সবুজ, সাজুসহ নেতৃবৃন্দ।