কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, আলমগীর হোসাইনঃ
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি যেনো থমকে রয়েছে গোটা বিশ্ব। প্রতিক্ষায় আছে কবে আসবে কাঙ্ক্ষিত ভ্যাক্সিন। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ষাট লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি ছাড়িয়েছে, মৃত্যু প্রায় তিন লক্ষ সাতষট্টি হাজারের মতো, করোনা মোকাবিলায় এই পর্যন্ত আরোগ্যলাভ করেছেন ছাব্বিশ লাখ ছিয়াশি হাজারের উপরে যা মোট আক্রান্তের ৪৪%।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তকারি শনাক্ত হয় ৮ই মার্চ, এর পর থেকে ক্রমান্বয়ে বাড়তেই থাকে, বর্তমানে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৬০৮ জন। এই পর্যন্ত ৯,৩৭৫ জন সেরে উঠলেও মৃত্যু স্রুত যেনো থামছেই না।
এমতাবস্থায় জনমনে নেই আতঙ্কের ছাপ, সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অপেক্ষায় যেনো দিশেহারা সাধারণ জনগন। মহামারী করোনা ভাইরাসের সামান্যতম ভয়ভীতি কাজ করছে না তাদের মনে।
এদিকে সরকারী নিষেধাজ্ঞা তুলে নিলেই স্থানীয় প্রশাসনিক ক্ষমতার বলে কোথাও কোথাও মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। সরকারি পরামর্শ সবাইকে মাস্ক পরিধান করে, যথাযথ নিরাপত্তা জোরদার করে বাইরে বের হতে হবে, এদিকে হাট বাজারগুলোতে চলছে ভিন্ন কিছু।
আজ সকালে কুমিল্লা মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানার একটি গ্রামের দৈনন্দিন বাজারের একটি স্থীর চিত্রে স্পষ্ট ফুটে উঠেছে, করোনা ভাইরাসের মহামারিতে কতটা ভীতসন্ত্রস্ত জনমনে।
করোনা মোকাবিলায় এগিয়ে আসতে হবে সবাইকে, নিজ নিজ দায়ীত্ব নিয়ে রোখতে হবে। বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। এ জন্য দেশের সবাইজে এক যোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন দেশের দায়ীত্বশীলেরা।
