শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরএলাকায় গাঁজা খেতে নিষেধ করায় নিষেধকারীর বাড়িতে হামলা করেছে নেশাখোররা।
ঘটনাটি শনিবার দুপুরে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ছোটচক মাষ্টার পাড়ায় ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,মাষ্টারপাড়া এলাকায় একটি ফাঁকা জায়গায় গাঁজা দিয়ে নেশা করছিল একদল যুবক।মাঝে মধ্য ওখানে নেশার আড্ডা হওয়ায় ভুক্তভোগীরা নিষেধ করলেও বিষয়টি তারা আমলে নিতনা।প্রেক্ষিতে শনিবার দুপুরে নেশা করার সময় রাস্তা দিয়ে পুলিশের একটি দল টহল দেয়ার সময় রবিউল ইসলামের ছেলে জনি পু্লিশের কাছে নেশার আড্ডার বিষয়টি জানিয়ে দিলে পুলিশ সেখানে ধাওয়া করে। এ সময় নেশাখোরদের দলটি পালিয়ে গেলে পরে তারা অভিযোগ কারীর নাম জানতে পেরে তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয় হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ৫০-৭০হাজার টাকা ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল সিলাম শাহ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।