ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম'র ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন ২০২০ খ্রি. উপলক্ষে
কেন্দ্রীয় কর্মসূচী'র অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদলের নির্দেশনায় সরকারি এম এম আলী কলেজ শাখার ছাএদলের সংগ্রামী সভাপতি, রাজপথ লড়াকু সৈনিক ও মেধাবী ছাত্রনেতা মো. আরিফিন রানা ও সাধারন সম্পাদক মো.হাসান আলীর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে গত ৩০ মে রোজ শনিবার ২০২০ খ্রি. বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসৃচী পালন কালে কলেজ ছাত্রদল সভাপতি মো.আরিফিন রানা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারাটা জীবনই এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের যে কোন সঙ্কটকালীন মুহূর্তে তিনি শক্ত হাতে হাল ধরেছেন। কৃষি, অর্থনীতিতে দিয়েছিলেন শক্তিশালী ভিত্তি যার ওপর পরবর্তীতে দেশ দাঁড়িয়েছে। তার সেই নীতি আদর্শ ধারণ করে দেশের মানুষের জন্য রাজনীতি করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান সেই নেতার ৩৯ তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের নেতাকর্মীরা সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে এবং আমরা সরকারি এম এম আলী কলেজ ছাত্রদল বৃক্ষ রোপন কর্মসৃচী হাতে নিয়ে তা বাস্তবায়ন করতে পেয়ে মহান আল্লাহ দরবারে শুকুরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
ছাত্রনেতা মো.আরিফিন রানা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় ছাত্রদের কল্যাণে, দেশ ও জাতির জন্য কাজ করে আসছে।এবার এমন একটা পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে যখন করোনা ভাইরাস এবং ঘুর্ণিঝড় আমপানের কারণে মানুষ অসহায়। এই সময়ে আমরা খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি দেশকে সবুজায়ন করার লক্ষে ফলজ ও বনজ গাছ রোপন করছি। বৃক্ষ রোপন কর্মসৃচীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সহ ক্রিড়া সম্পাদক মো.ইসলাম বাবু, ছাত্রদল নেতা জুলকার নাঈম শিশির প্রমুখ।
